দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূরীকরণ, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা এবং জুলাইবিরোধী সনাক্তকরণ তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে উপাচার্য নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের আশ্বাস দেন।

শিক্ষার্থীরা হাতে ‘বিভাগে সভাপতি নাই, বিভাগ চলবে কিভাবে?; রাঘববোয়ালরা বাহিরে কেন?; নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ চাই; তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ; শিক্ষকের শাস্তির পুনর্বিবেচনা চাই, কোন শাওন জানে না তদন্ত কমিটি ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় শিক্ষার্থীরা জানান, বর্তমান সভাপতি জুলাইবিরোধী অবস্থানের কারণে সাময়িক বরখাস্ত হওয়ায় পদটি শূন্য পড়ে আছে এবং বিভাগ এক সপ্তাহ ধরে স্থবির। একাডেমিক কার্যক্রম সচল রাখতে নিজ বিভাগ থেকেই নতুন সভাপতি নিয়োগের দাবি জানান তারা। পাশাপাশি বরখাস্ত শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা ও তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিত করার আহ্বান করেন। শিক্ষার্থীদের অভিযোগ, রাঘববোয়ালদের আড়াল করে চুনোপুঁটিদেরই শাস্তি দিচ্ছে প্রশাসন এবং বিভাগে ‘শাওন’ নামে দুইজন থাকলেও কার সনদ বাতিল করা হবে সে বিষয়েও তদন্ত কমিটি ধোঁয়াশা তৈরি করেছে।

এদিকে ওই বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত সহ মোট ৫ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকরা হলেন সহকারী অধ্যাপক ও সভাপতি মো. মেহেদী হাসান (বিচারাধীন সাময়িক বরখাস্ত), সাহিদা আখতার (কর্তব্যরত ছুটিতে), বিলাসী সাহা, বনানী আফরীন (শিক্ষা ছুটিতে) ও প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ মীম (সদ্য নিয়োগপ্রাপ্ত)। বিভাগটি শিক্ষক সংকটে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘কাল বিভাগ থেকেই সভাপতি নিয়োগ দেওয়া হবে। যারা সাময়িক বরখাস্ত হয়েছে তাদের বিষয়টা সামগ্রিক। আমরা শাস্তি নির্ধারণের জন্যে উচ্চতর তদন্ত কমিটি গঠন করছি। অপরাধের মাত্রা দেখে শাস্তি দেওয়া হবে।’

উল্লেখ, জুলাই বিপ্লববিরোধী অবস্থানের কারণে বিভাগের বর্তমান সভাপতি মেহেদী হাসান সহ ১৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে প্রশাসন। সভাপতির পদ খালি হওয়ায় স্থবির হয়ে আছে বিভাগটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version