মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর উদ্যেগে রেল স্টেশন প্লাটফর্মে এ কর্মসূচি আয়োজন করে। আজ শুক্রবার (৭ই নভেম্বর) আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত “আমাসুফ লার্নিং সেন্টার”-এর উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলাল মিয়া, বিনয় সিং রাউতিয়া (স্যানিটারি ইন্সপেক্টর), স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ, ও স্বাস্থ্য সহকারি বাঁধন আচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন আমাসুফ পরিবারের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাছির আহমেদ, যুগ্ম সম্পাদক মাহমুদ চৌধুরী মান্না, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা সাবিহা আলম এবং প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাফি প্রমুখ।
উক্ত কার্যক্রমে মোট ৩০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হয়। এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষার লক্ষ্যে আমাসুফ লার্নিং সেন্টারের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে মনে করেন।