দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী নিলয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নোমান। সোমবার (৩রা নভেম্বর) উপদেষ্টা মণ্ডলী সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মীর মো. রায়হান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব রাজ; সহ-সভাপতি মো. আরিফ হোসেন, রুদ্র বড়ুয়া, তাগরিদ ইসলাম ইমা, আহসানুল হক আবির, রিজা আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমেদ, আবু সাজিদ, মাহফুজুর রহমান মাহি, আরিফুল ইসলাম ও চয়ন শিকদার মনোনীত হয়েছেন। কমিটিতে মূখ্য সাংগঠনিক হিসেবে আছেন: মাশরুর রায়হান দীপ (ব্যবসায় শিক্ষা অনুষদ), মো. ফরহাদ (ব্যবসায় শিক্ষা অনুষদ),ফাবিহা ইসলাম (বিজ্ঞান অনুষদ), রেজাউল মোস্তফা সাজিদ (সামাজিক বিজ্ঞান অনুষদ), রাকিবুল করিম (কলা অনুষদ), মো. জুনায়েদ (আইন অনুষদ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর আজীজ, আসরাফুল ইসলাম, জিসাদুল ইসলাম, মো. নাবিল হোসেন, অবন্তী রায়, তাসনিম মাহদী মাহিন ও নাহিদুল ইসলাম মনোনীত হয়েছে।

এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আফজাল হোসেন নাঈম, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু শাহ রিয়াজ অনিক, ক্রীড়া সম্পাদক সিরাজ দুল্লাহ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মিশকাত, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হৃদয় ভূঁইয়া মনোনীত হয়। নবনির্বাচিত সভাপতি আরাফাত চৌধুরী নিলয় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর চট্টলার সোনালী সন্তানদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সংগঠনের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

পাশাপাশি, সংগঠনের নবীন সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সংগঠনের অনুষ্ঠানমালায় কিছুটা নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে আমার।’ নবনির্বাচিত সম্পাদক বলেন, জবিস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা আমার জন্য আনন্দের। আমি তাদের প্রয়োজনে পাশে ছিলাম এখন সাংগঠনিক ভাবে পাশে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জন্য কাজ করে যাওয়ার। জেলা ছাত্রকল্যাণের সকল প্রতিবন্ধকতা গুলো শনাক্ত করে সংগঠনকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version