দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালু- পাথর মহাল থেকে বেআইনীভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে নদীর বালু-পাথর উত্তোলন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার ১৫ জন আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে।

৪ নভেম্বর মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমল গ্রহণকারী আদালত, সদর জোন) এ চার্জশীট দাখিল করে।স্থানীয় পর্যটন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তদন্ত কাজ সম্পন্ন করে ১৫ জন আসামীর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (৩), ১২ এবং একই আইনের ১৫ (১) ধারার টেবিল ক্রমিক নং-১, ৮ ও ১২ বিধানাবলি লঙ্ঘনজনিত অপরাধে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমল গ্রহণকারী আদালত, সদর জোন) এ চার্জশীট দাখিল করেন এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালু- পাথর মহাল থেকে বেআইনীভাবে ডেজার ও বোমা মেশিন দিয়ে নদীর বালু-পাথর উত্তোলন করার অপরাধে গত ২৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানার ৩৫ জন ও ১৫ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন (সুনামগঞ্জ সদর থানার মামলা নং: ৪৯/২০২২)।

তিনি আরও জানান, অভিযুক্তরা ২০২২ সালে ইজারাবহির্ভূত নদীর পাড় থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন/ছাড়পত্র ব্যতিত বেআইনীভাবে বালি উত্তোলন করে এলাকার ভূমিরূপ, জীব-বৈচিত্র্য ও এলাকার সার্বিক পরিবেশ বিনষ্টসহ প্রতিবেশের ক্ষতি সাধন করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version