দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার অন্যতম সমবায়ী প্রতিষ্ঠান রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.- এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরের দিকে নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম সাগর এবং সঞ্চালনায় ছিলেন সমবায়ী মুহাম্মদ এনামুল হক তালুকদার।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া ছয় সদস্যের নাম ঘোষণা করা হয়- মো. নজরুল ইসলাম সাগর (চেয়ারম্যান), মো. শরীফুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), তানজু বেগম (সেক্রেটারি), আসমা খাতুন (ট্রেজারার), মিনারা খাতুন (ডিরেক্টর), জুলহাস উদ্দিন (সদস্য)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় উপ-পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ও বিমল চন্দ্র দেবনাথ, উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, বিআরডিবির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সবুজ, কলমাকান্দা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লি.- এর সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব, জনকল্যাণ কৃষি সমবায় সমিতির সভাপতি একেএম শাহজাহান কবীর এবং উপজেলা আনসার ভিডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম প্রমুখ।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

বক্তারা বলেন- যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়ন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার একটি কার্যকর আন্দোলন।

শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version