আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমিন আলী মিঞা।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিব হোসেন সানজু এবং সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে সমবায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সমবায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


