রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নসহ ২১ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিসি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, নবম ওয়েজ বোর্ডের পূর্ণ বাস্তবায়ন, সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যার দ্রুত বিচার, গণমাধ্যম কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা বলয় গঠন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের বিবেক হিসেবে কাজ করেন। অথচ নিজেরাই অনিশ্চিত জীবনের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক মাসের পর মাস কোনো বেতন বা সুযোগ-সুবিধা ছাড়াই কাজ করছেন, যা গণমাধ্যমের মান ও পেশাগত মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন,“আমরা শুধু খবরের কাগজে অন্যের অধিকার নিয়ে লিখি, কিন্তু নিজের অধিকারের কথাই বলতে পারি না। সাংবাদিক সমাজকে টিকিয়ে রাখতে হলে এখনই সরকারের কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও আজও বিচার হয়নি। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২১ দফা দাবি শুধু সাংবাদিকদের নয়—এটি গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সমাজের স্বচ্ছতা রক্ষার আন্দোলন।
সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা একমত হয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে জেলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


