দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার: সুপ্রিম পার্টি (বিএসপি)-এর ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী বলেছেন, “বিএসপি কখনো হিংসা ও নেতিবাচক ধারার রাজনীতি করে না। নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে সরকার যে বৈষম্য আচরণ করছে তা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায়! আমরা বিশ্বাস করি, মানুষের নৈতিক চরিত্রের জাগরণ ঘটলেই রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসবে।” বুধবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জে আয়োজিত বিএসপি জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপি সুনামগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে মৃত্যুকে উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন বলেই ২০২৪ সালের অভ্যুত্থান সম্ভব হয়েছে। আমরা দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাই। ৭১-এর মুক্তিযুদ্ধ বাদ দিলে ২৪-এর কোনো অস্তিত্ব থাকে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসপি’র অতিরিক্ত মহাসচিব মো. আসলাম হোসাইন এবং কেন্দ্রীয় সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মেন্দু মিয়া।

অতিরিক্ত মহাসচিব আসলাম হোসাইন বলেন, ৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই অবস্থায় কোনো দেশ টেকসইভাবে এগোতে পারে না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসপি যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মাসউদ সঞ্চালনায় অতিথি ও আলোচক ছিলেন সদর উপজেলা সভাপতি মো. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, দোয়ারা উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ছাতক উপজেলা সভাপতি মোহাম্মদ মোস্তাব আলী, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, বিম্বপুর উপজেলা সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, এবং দিরাই উপজেলা সভাপতি মো. আমজাদ হোসেন। বক্তারা দেশের গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version