দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশবিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় উদযাপিত হয় কমরেড মণি সিংহ মেলা। 

এরই ধারাবাহিকতায় আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) শুরু হচ্ছে কমরেড মণি সিংহ মেলা। সাত দিনব্যাপী এই মেলা চলবে ৬ জানুয়ারি  পর্যন্ত। 

শুক্রবার (৩১ অক্টোবর) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে অনুষ্ঠিত মেলা উদযাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

মেলা উদযাপন কমিটির আহবায়ক ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

এই সভায় আলোচনা করেন, সিনিয়র রাজনীতিবিদ ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব ইমাম হাসান আবুচান, সিপিবি উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির যুগ্ন-আহবায়ক অজয় সাহা, বীরেশ্বর চক্রবর্তী, অ্যাডভোকেট মানেশ সাহা এবং স্বেচ্ছাসেবক উপ কমিটির সদস্য সচিব বিদ্যুৎ সরকার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরশেদ আলম। 

এই সভায় আলোচনাকালে বক্তারা বলেন, কমরেড মণি সিংহের স্মরণে আয়োজিত কমরেড মণি সিংহ মেলা একটি ঐতিহ্যবাহী আয়োজন। দলমত নির্বিশেষে এই মেলা সার্বজনীন মেলায় পরিণত হয়েছে। এটি সুসঙ্গ দুর্গাপুরবাসীর প্রাণের মেলা হিসেবে পরিচিত।

তারা আরো বলেন,কমরেড মণি সিংহের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তার আদর্শ আমাদের সমাজকে পথ দেখায়।

সভায় বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও কমরেড মণি সিংহ মেলা উদযাপিত হতে যাচ্ছে। এটি সকলের জন্যই আনন্দের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version