নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক কর্তৃক নবম শ্রেণি পড়ূয়া এক স্কুল শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগে রিংকু রংদী (২১) নামে অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। অভিযুক্ত রিংকু রংদী দুর্গাপুর উপজেলার মাধুপাড়া গ্রামের সুপারসন চাম্বুগং এর ছেলে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরআগে গত সোমবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পূর্বধলা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সাথে পাঁচ-ছয় মাস পূর্বে অভিযুক্ত রিংকু রংদীর পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এ সুবাদে তাদের যোগাযোগ এবং একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সোমবার (২৭ অক্টোবর) সকালে ওই শিক্ষার্থী দুর্গাপুরের বন্ধুর বাড়িতে বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক রিংকু শিক্ষার্থীকে নিয়ে দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরাঘুরি করে সন্ধ্যায় তার বাড়িতে নিয়ে যান এবং রাতে থাকতে বললে ভুক্তভোগী তার বাসায় থেকে যান। রাতের খাবার খেয়ে ভুক্তভোগী এক কক্ষে ঘুমিয়ে পড়েন এবং বাড়ির অন্য কক্ষে ঘুমাতে যান রিংকু।
ওই দিন রাত ১১টার দিকে রিংকু কৌশল অবলম্বন করে শিক্ষার্থীর কক্ষে ঢুকে পড়েন। এসময় রিংকু শিক্ষার্থীকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভুক্তভোগী আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরবর্তীতে শিক্ষার্থী বিষয়টি ফোনে তার পরিবারকে জানায়। পরিবার দুর্গাপুর এসে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রিংকুকে আটক করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে আটক করা হয়। আজ (বুধবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।


