চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অন্তর্গত আলাবকস মেমোরিয়াল ডিগ্রি কলেজে আজ এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ এর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও চরিত্র গঠনে অভিভাবক, শিক্ষক ও কলেজ প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান—সন্তানদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার জন্য। সমাবেশে শিক্ষার্থীদের পাঠ্যক্রম, উপস্থিতি, সহপাঠ কার্যক্রম এবং পরীক্ষার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও কলেজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও মতামত বিনিময় করা হয়।
অভিভাবকরা কলেজের শিক্ষা পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সুধীমহল, শিক্ষক, অবিভাবক, ছাত্র ছাত্রীরা। শেষে অধ্যক্ষ সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।


