নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেডিয়াম মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলার আটটি ইউনিয়ন থেকে আগত প্রায় সাত সহস্রাধিক নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেন। র্যালিতে ছিল ঢাক-ঢোলের শব্দ, ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা আর নানা স্লোগানে মুখরিত পরিবেশ।
কেউ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজে অংশ নেন, কেউ আবার হাতে তুলে নেন ৩১ দফার সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে লেখা প্ল্যাকার্ড। তরুণদের হাতে ছিল দেশপ্রেম ও পরিবর্তনের বার্তা লেখা ফেস্টুন- যা র্যালিকে রূপ দেয় এক উৎসবমুখর লাটিখেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম এ মতিন, আনোয়ার হোসেন বাচ্চু, কলি আক্তার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক নাজিম আহম্মেদ, দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান রতন, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী আয়োজন জুড়ে ছিল দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান। বক্তারা বলেন- “যুবদল শুধু আন্দোলনের নাম নয়, এটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক।”


