নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে পৌরশহরে স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।
অভিযানকালে শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান এবং লাইসেন্স নবায়ন না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় এক বিস্কুটের দোকানে মূল্যতালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত দাম আদায়ের অপরাধে এক হাজার টাকা এবং আরেক ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, লাইসেন্স নবায়ন না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়মের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যেন তারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।


