নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কৃষি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো. জাহিদ হাসানকে সভাপতি ও ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী জুলাই যোদ্ধা হাসিবুল হাসান হাসিবকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল ৬০ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে নোবিপ্রবি শাখাকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ২০ জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১৮ জন, সাংগঠনিক সম্পাদক পদে একজন, দপ্তর সম্পাদক পদে একজন ও সম্পাদকীয় ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেন নোবিপ্রবি’র নেতা-কর্মীরা।
এ সময় তারা নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। গতকাল সন্ধ্যায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন তারা।নবগঠিত কমিটির সভাপতি জাহিদ হাসান বলেন, এটা আমাদের জন্য শুধু দায়িত্ব নয়, একটি পবিত্র আমানত। এই আমানতের যথাযথ মূল্যায়নের চেষ্টা করব। আমরা সর্বদা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম পরিচালনা করে যাব।
সাধারণ সম্পাদক হাসিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের যেন সার্বিক উন্নতি হয়, সেই কথা চিন্তা করে ক্যাম্পাসের সকল কার্যক্রম পরিচালনা করব । চাঁদাবাজি ও অন্যান্য দুর্নীতিমূলক কাজের জন্য আমাদের জিরো টলারেন্স থাকবে। তিনি আরো বলেন, ক্যাম্পাসের ভেতরে রাজনীতির ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলব। যদি শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর ছাত্র রাজনীতির প্রকাশ্য কার্যক্রম চায়, তাহলে সে বিষয়েও আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব।
হাসিবুল হাসান ক্যাম্পাসের আলোচিত মুখ, জুলাই যোদ্ধা ও রাজপথের ত্যাগী নেতা।নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি।


