চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা”র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাকিব শিকদার। রোববার সকালে চরফ্যাশন সদর এলাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে এই রূপরেখার মূল বার্তা পৌঁছে দেন তিনি। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাকিব শিকদার বলেন,“এই যাত্রা কেবল নির্বাচনের নয়, এটি জাতিকে পুনর্গঠনের যাত্রা।
আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের অধিকার নিরাপদ থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, গণতন্ত্র থাকবে জনগণের হাতে এবং রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। ধানের শীষ মানে মানুষের অধিকার—আর সেই অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।” তিনি আরও বলেন,“তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, প্রশাসনিক সংস্কার, বিচারব্যবস্থা ও অর্থনৈতিক পুনর্গঠনের একটি সুস্পষ্ট দিকনির্দেশনা।
এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি—যেন মানুষ বুঝতে পারে, পরিবর্তনের সময় এসেছে, আর সেই পরিবর্তন হবে জনগণের হাতেই।” রাকিব শিকদার জানান, দেশের তরুণ প্রজন্ম আজ একটি স্বপ্নের বাংলাদেশ চায়—যেখানে যোগ্যতা, ন্যায়বিচার ও গণতন্ত্রের চেতনা বাস্তবে রূপ পাবে।
তিনি বলেন,“আমরা মাঠে আছি মানুষের অধিকার ফেরানোর লড়াইয়ে। জনগণের সঙ্গে হাত মিলিয়ে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ—যার নেতৃত্ব দেবেন এদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা মিজানুর রহমান শাওন, মো. রায়হান, মুসা, চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা আজিজ, আরমান, শামীম, রাজিব, আল-আমিন, ফরিদ, ছাব্বির, রিয়াজ, ফরহাদ, সাকিব, সিয়ামসহ দুই শতাধিক নেতাকর্মী।


