নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সদস্যরা। জব্দকৃত ভারতের তৈরি এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
এরআগে একই দিন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার শিকদারপাড়া নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।
৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নাম্বার ১১৮৩/৪-এস হতে আনুমানিক সাড়ে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন ২৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, জব্দ করতে সক্ষম হয় টহল দলটি বলে জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।


