ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান ভূইয়া সুমনসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার মধুপুর বাজারে কবরস্থানসহ প্রায় ৪ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ভূইয়া সুমন, আশরাফুজ্জামান ভূইয়া (রাহুল), শুভ, আল আমিন ও সাইফুল ইসলাম মিলে হোসনা আক্তারের পৈত্রিক সূত্রে পাওয়া জমি এবং তাদের পারিবারিক কবরস্থান দখল করে নিয়ে প্রথমে সেখানে মাটি ভরাট করছে। বর্তমানে দ্রুতগতিতে স্থাপনা নির্মাণের কাজ চলছে। ভুক্তভোগী হোসনা আক্তার জানান, তিনি সেখানে বাধা দিতে গেলে অভিযুক্ত পক্ষ তাকে মারধর করে।
জায়গাটি তাদের পৈত্রিক জমি এবং তাদের পারিবারিক কবরস্থান। জায়গাটি অভিযুক্ত পক্ষরা জোরপূর্বক দখল করে স্থাপনা তৈরি করছে। হোসনা আক্তারের চাচা আব্দুল কদ্দুস জানান, এই কবরস্থানে তার আম্মা ফেনুরমা, ভাই, ভাগ্নিসহ পরিবারের অনেককে কবরস্থ করা হয়েছে। চাচী ফুলবানু নিশ্চিত করেন যে, তার স্বামী জহুর উদ্দিনের কবরস্থানও এখানেই। এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান ভূইয়া সুমন বলেন, এটা আমাদের ক্রয়কৃত জমি।
১৯৮৯ সালে জায়গাটি আমরা কিনেছি। এখন আমি সেখানে মাটি ভরাটের কাজ করছি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


