মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতিসন্তান ও কানাডা প্রবাসী মিজানুর রহমান আলম। জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে আলমকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়।
গত বুধবার (২২ অক্টোবর) জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। মিজানুর রহমান আলম জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে মিজানুর রহমান আলম জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী পরিবারের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তার শুভাকাঙ্খীরা। মৌলভীবাজার ও কুলাউড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মিজানুর রহমান আলম দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমে জড়িত থেকে মানবকল্যাণে কাজ করে আসছেন। তাঁর এই সাফল্য কাদিপুর ইউনিয়নসহ পুরো কুলাউড়ার মানুষের জন্য এক গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা। উল্লেখ্য, মিজানুর রহমান আলমের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন। তিনি কানাডা বিএনপি’র অন্যতম নেতা এবং কাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।


