দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিভা কোচিং হোম। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরশহরের বাগিচা এলাকায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পাঁচ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
এর মধ্যে তিনজন শিক্ষার্থী জিপিএ-৫ এবং দুইজন জিপিএ-৪ প্রাপ্ত। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন – ফারদিয়া আলম খান, কামরুন নাহার নিশি, শামস আল রাব্বি, হুমায়রা জাহান ও সাদিয়া আফরিন মীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ অভি, ব্যবস্থাপনা পরিচালক রাতুল খান রুদ্র, শিক্ষক মনিকা পাল, তরুণ সাহা, মানবেন্দ্র তাপস, আকাশ সরকার ও এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত সকলে কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন।
সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থী কামরুন নাহার নিশি বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমাকে জিপিএ-৫ পাওয়ার তৌফিক দেওয়ার জন্য এবং আজকের এই সংবর্ধনা আমাদের সামনের দিকে এগিয়ে নিতে অনুপ্রেরণা জাগাবে। প্রতিভা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম বিল্লাহ অভি বলেন, এই ফলাফল আমাদের গর্ব। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আশা করি আরও এগিয়ে যাবে এবং স্বপ্নকে ছাড়িয়ে যাবে। আমি তাদের মঙ্গল কামনা করি।


