ঝালকাঠি জেলায় পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন জাহিদুল ইসলাম। তিনি জেলার ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর ) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।