সিলেট: সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অবশেষে কঠোর অবস্থানে গেছে প্রশাসন। দীর্ঘদিনের অব্যবস্থাপনার অবসান ঘটাতে মাঠে নেমেছে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। রোববার থেকে ফুটপাতে দোকান বসানো নিষিদ্ধ ঘোষণা করে একযোগে অভিযান শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, নগরীর জিন্দাবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, তালতলা, পুলের মুখ, শেখঘাটসহ প্রধান সড়কের ফুটপাতগুলো হকারমুক্ত।
পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন, বিশেষ করে শিক্ষার্থীরা হাঁটতে পারছেন নির্বিঘ্নে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার দিনভর নগরীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার আম্বরখানা এলাকায় অভিযানে অংশ নেন।
প্রথম দিনে সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত অভিযানে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ২০০ পুলিশ সদস্য অংশ নেন। সিটি করপোরেশনের কর্মকর্তারাও এতে যুক্ত ছিলেন। এর আগে শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোববার থেকে নগরীর কোনো সড়ক বা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না এবং নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, পুলিশ ও সিটি করপোরেশন একাধিক বৈঠকও করে। ফুটপাত ব্যবস্থাপনায় এই হঠাৎ পরিবর্তন স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়ালেও হকারদের পুনর্বাসনের প্রশ্নও উঠেছে। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, লালদিঘীরপারে হকার মার্কেটের প্রস্তুতি প্রায় সম্পন্ন।