নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) নেত্রকোণায় বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছহীহ্ শাফি ও অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. খন্দকার আশরাফুল মুনিম এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনিছা পারভীন।
সম্মানিত অতিথিবৃন্দ এর মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়া, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার, একই বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিনসহ নেত্রকোণায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এছাড়াও নতুন ও পুরাতন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা নবাগত শিক্ষার্থীদের নৈতিক আদর্শকে ধারণ করে দেশের জন্য নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।