নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে সোয়াইবা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোয়াইবা ওই গ্রামের মোশারফ হোসেন ও সাবিনা দম্পতির একমাত্র কন্যা।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এসময় সোয়াইবা অজান্তে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোরশেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ করেই প্রিয় কন্যা হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। হাসপাতাল প্রাঙ্গণে কান্নার রোল পড়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা জানান, হাসিখুশি মেয়ে সোয়াইবা সারা বাড়ীতে হাঁটত, সবাইকে হাসাত। আজ সেই নিষ্পাপ মুখটা আর নেই। গ্রামজুড়ে শুধু নিস্তব্ধতা আর বেদনার হাহাকার।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।