ভোলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান রনভী বলেছেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে চরফ্যাশন পৌর এলাকার বিভিন্ন দোকানপাটে গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় গেলে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায্যতার নিশ্চয়তা দেব।
এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বাংলাদেশের জন্য যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন, তা দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে যুগান্তকারী ভূমিকা রাখবে।” ব্যারিস্টার রনভী আরও বলেন,“বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দেশের স্বার্থে ও দলের ঐক্যের স্বার্থে সবসময় একত্রিত। ধানের শীষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছি।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,“দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি চরফ্যাশন-মনপুরাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। এলাকার মানুষের উন্নয়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
গণসংযোগে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। এর আগে তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজ উদ্যোগে নির্মিত (কলেজ পাড়া জামে মসজিদ) নামে একটি নতুন মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।