দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্থানীয় সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মানবাধিকার, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ইউএনও সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে পি.সি.সি- মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ (আইএইচআরইপি) প্রকল্প। এ কর্মসূচিটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালায় স্থানীয় সরকার প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং মূল উপস্থাপক ছিলেন পি.সি.সি প্রকল্পের ব্যবস্থাপক মৌসুমি মজুমদার।

উপজেলা সমন্বয়কারী পল সুকান্ত দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, প্রেসক্লাব সম্পাদক ওবাইদুল হক পাঠান ও উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস আলম ভূঁইয়া প্রমুখ।

এ সময় কলমাকান্দা উপজেলা পি.সি.সি ফোরামের সভাপতি শেখ শামীম উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষা, টেকসই পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং নীতি প্রণয়নে অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদার করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয় পর্যায়ে সুশাসন ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ আলোচনার মাধ্যমে কলমাকান্দা উপজেলার পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version