নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ি ভাড়াসহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেন্দুয়া উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা, তিনটি কারিগরি বিদ্যালয় ও তিনটি কলেজসহ মোট ৫৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।
তাদের দাবি- মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসাভাতা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ।
মুখলেছুর রহমান বলেন, যৌক্তিক দাবিগুলো পূরণে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়পুর পিজাহাতি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য জানা যায়, শিক্ষকরা শ্রেণি কার্যক্রমে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করছেন।
আশুজিয়া জয়নাথ করপোরেশন ইনস্টিটিউটের শিক্ষক হাবিল আহমেদ বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করেছি। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল, শিক্ষার্থীরা উপস্থিত থেকেও শ্রেণি কার্যক্রম হয়নি।
শিক্ষক নেতারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে।