দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার মাদক ব্যবসায়ী, সেবনকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ-সময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আয়োজকেরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পৌরশহরের শিবগঞ্জ বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে দিকনির্দেশনা ছিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, আব্দুল্লাহ আল মামুন মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা অঞ্জন চিছাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।
এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সীমান্ত পেরিয়ে দেশে প্রতিনিয়ত মাদক প্রবেশ করছে। দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা সর্বত্র দেখা দিয়েছে, যা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
তাই মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য তারা জোর দাবি জানান। তারা আরও বলেন, মাদকবিরোধী এই কর্মসূচি উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সম্প্রসারিত করা হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি তাদের দাবি জানান।