নিজস্ব প্রতিবেদক: মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মির্জা নজরুলের সঞ্চালনায় উপজেলার খুঁজিউড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১নং কুল্লাগড়া ইউনিয়ন শাখা এই আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে দলের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যধি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক আমাদের এলাকায় ঢুকছে, এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য,দেশ ও সমাজকে রক্ষার জন্য আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে আমরা কাজ করছি। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারা বলেন, আমরা বলতে চাই, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের জায়গা দুর্গাপুরে হবেনা। তাদের আমরা আইনের হাতে তুলে দিবো।
এই আয়োজনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া,সহ সভাপতি এম এ জিন্নাহ, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, সহ সভাপতি অঞ্জন চিসাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান রিপন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাদক নির্মূলে বিএনপির এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।