যশোরঃ
‘আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ – এ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়। আজ সকালে বাংলাদেশ শিশু একাডেমি যশোর এর আয়োজনে অফিস প্রাঙ্গণে কন্যাশিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইরুফা সুলতানা, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন।
কন্যাশিশুদের মধ্যে বক্তব্য রাখেন যশোর পুলিশ লাইন স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী রামিশা তানহা ঐশ্বর্য, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ইফ্ফাত জামান রারা, যশোর সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালযের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোছা. ফাহমিদা মোস্তফা ও যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী সাওসান আলম বিন্তী। অনুষ্ঠান উপস্থাপন করে যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী আনুশেহ আরাবী সকাল।