দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টানা ভারি বর্ষনে সুন্দরগঞ্জ হতে মওলানা ভাসানী সেতু সংযোগ সড়কের বেলকা কদমতলী নামক স্থানে পাকা সড়কে বিশাল গর্তের সৃষ্টি। সেই সাথে ১৫ কিলোমিটারের ওই সড়কের কমপক্ষে ৩০টি স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুকি নিয়ে চলাচল করছেন পথচারি ও যানবাহন। যে কোন মহুত্বে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল ও এলাকাবাসি। উপজেলা এলজিইডি বিষয়টি জানার পরও এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা নেননি।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভারি বর্ষনের সময় পানির তোড়ে সড়কটির ওই স্থানে গর্তের সৃষ্টি হয়। স্থানীয় ভাবে তাৎক্ষনিক বালুর বস্তা দিয়ে পানি নেমে যাওয়ার পথ বন্ধ করে দেয়া হয়। প্রশাসনের পক্ষ হতে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। এই রুটে প্রতিদিন উপজেলার পূর্বাঞ্চল হরিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম, চণ্ডিপুর, শ্রীপুর, কাপাসিয়া ইউনিয়রে বাসিন্দাগণ চলাফেরা করে থাকেন। অত্যন্ত ব্যস্ততম সড়ক এটি।

স্থানীয় স্কুল শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন, শুধু ওই স্থানে নয়, সুন্দরগঞ্জ হতে মওলানা ভাসানী সেতু পর্যন্ত অন্তত ৩০টি স্থানে সড়কের দুই পাশে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই স্থানে ট্র্যাক, মাইক্রোবাস, ব্যাটারী চালিত অটো ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে রাতে অন্ধকারে অপরিচিত যানবাহন চলাচল মারাত্বক ঝুকিপূর্ণ হয়ে দাড়িছে। আশু সড়কটি মেরামত অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

বেলকা বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক মিয়া বলেন, গর্তের ছবি তুলে তাৎক্ষনিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ওই স্থানে এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা নেয়া হয়নি। তিনি বলেন, পূর্ব অঞ্চলের সাথে উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়কটি। প্রতিদিন হাজার যানবাহন চলাচল করেন এই সড়ক দিয়ে। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষনিক ভাবে ওই স্থানটি পরিদর্শন করা হয়েছে। ওই স্থানসহ একাধিক স্থানে ছোট বড় গর্ত মেরামতের জন্য জরুরী ভিত্তিত্বে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ব্যবস্থা নেয়া হবে। উপজেলায় কোন বরাদ্দ নেই, সে কারনে ব্যবস্থা নেয়া সম্ভাব হচ্ছে না। উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, এলজিইডির উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ প্রদান করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version