দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাইফয়েড প্রতিরোধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারাদেশের ন‌্যায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। যা শিশুদের টাইফয়েড সংক্রমনজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। ক্যাম্পেইন চলাকালে প্রায় ৫ কোটি শিশুর প্রত্যেককে নিরাপদ ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত টিকাদান কার্যক্রম চলাকালে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের বিদ্যমান ইপিআই টিকাদান কেন্দ্রে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।

গত ২১ শে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসব্যাপি ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি সদর, রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটি তথা ঝালকাঠি জেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, নুরানী, হাফেজি, দাখিল মাদ্রাসা ও কমিউনিটির প্রাক-প্রাথমিক হতে ৯ম শ্রেণি/সমমান অধ্যায়নরত শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকলের মাঝে স্বাস্থ্য বিভাগ, বরিশাল, সিভিল সার্জন, ঝালকাঠি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইপিআই বাংলাদেশ ও ইউনিসেফ এর সহযোগিতায় ঝালকাঠির অন্যতম সমাজসেবা কর্তৃক নিবন্ধিত সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর সদস‌্যরা টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ উদ্বুদ্ধকরণ ও ফ্রি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছে।

ইয়াসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা বলেন, বাংলাদেশ সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ১২ অক্টোবর ২০২৫ থেকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দিয়ে একটি বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন শুরু করবে। এই উন্নত প্রযুক্তির টিকাটি একবার নিলেই টাইফয়েড জ্বর প্রতিরোধে প্রায় ৯০% কার্যকর। কিন্তু আমরা মাঠে কাজ করতে গিয়ে অভিভাবক ও শিক্ষকদের বেশ কিছু বিভ্রান্তিকর গুজবে বিশ্বাসী হয়ে সন্তানের টিকা প্রদানে অনাগ্রহ দেখা দিয়েছে। আমরা উদ্ধুদ্ধকরণ সভার মাধ্যমে উক্ত গুজব থেকে পরিত্রাণ পেতে সঠিক তথ্য সরবরাহ করে টিকা গ্রহণে আগ্রহী করে তুলছি। মাঠ পর্যায়ে তৃণমূল এলাকায় বিদ্যালয়, মাদ্রাসায় ও কমিউনিটিতে গিয়ে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করে ফ্রি নিবন্ধন করে দিচ্ছি। পাশাপাশি উদ্ধুদ্ধ করণ সভা ও প্রচার প্রচারণার করে যাচ্ছি।

এই নিবন্ধন বুথ পরিচালনা ও প্রচারণায় ইয়াসের সদস্যরা দিনব্যাপি কাজ করে যাচ্ছেন। উক্ত কাজে ইয়াসের সভাপতি আবির হোসেন রানা, সহ সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, অর্থ সম্পাদক রোহান বিন নাসির, দপ্তর সম্পাদক শাহারিয়া পাপন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক তাইফা ইসলাম দোলন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আন্না ইসরাত বহ্নি, যুব ও সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহান খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাফসান হোসেন সিজান এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সিমান্ত, ফারজানা আক্তার, নাহিদ, মোহনা, লিমা আক্তার, মাহাদী হাসান আকাশ, সোনিয়া, গিফারী, তামান্না, নুরুল আলম, আহমেদ মেহেদী, রাকিব, মৌলি, মেহেদি, ইমন, রিফাত, সুস্মিতা ও হাফসা সহ আরো অনেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version