নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫”। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিল- “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার।
এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা নাইমুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কন্যাশিশুর সুরক্ষা, শিক্ষা ও মর্যাদা নিশ্চিত করা জাতির টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, বিদ্যালয় ও সমাজের সর্বস্তরে কন্যাশিশুর সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই তারা আগামী দিনের নেতৃত্বে এগিয়ে আসবে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।