নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে থানা থেকে মাত্রে দেড়শো গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকার থানা মোড়ে নিজ দোকান “নারায়ণ স্টোর”-এর ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার নিরু পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানা মোড়ে মুদি ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের নিথর দেহ দেখতে পান এক ক্রেতা। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, নারায়ণ ছিলেন পরিশ্রমী ও সহজ-সরল মানুষ। কে বা কারা এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আমরা বুঝতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি, যেন আর কোনো ব্যবসায়ী এমন পরিণতির শিকার না হন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। আশপাশের দোকান ও প্রতিষ্ঠানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো মোহনগঞ্জ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শান্ত স্বভাবের ব্যবসায়ী নারায়ণ পালের এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী ব্যবসায়ীরা ও এলাকাবাসী শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।