রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। গত শুক্রবার বিকেলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের ফলস্বরূপ ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার ৭৮০/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাণিনগর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ভারতের অভ্যন্তর থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে মাথায় একটি বস্তা নিয়ে টহল দলের নিকটবর্তী স্থানে আসতে দেখা যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে বস্তাটি খুলে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২,৬৭,৬০০ (দুই লাখ সাতষট্টি হাজার ছয়শত) টাকা বলে বিজিবি জানিয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আল-দীন, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আমরা সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবসময় প্রস্তুত।”
বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ করে ডিমলার বালাপাড়া সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালিয়ে চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদার করেছে।