কাকচিড়া ইউনিয়নের রুপদন এলাকার স্বামীর এক লক্ষ আশি হাজার নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন ব্যবসায়ী বাবুল হোসেনের স্ত্রী নিলুফা আক্তার। গত ১১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ি থেকে যাওয়ার সময়ে নগদ টাকা ও তার স্বামীর দেয়া গহনা-গাটি নিয়ে পালিয়েছে নিলুফা। এদিকে নিলুফার বাবা বজলু সিকদার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে ‘দেখি কিভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। নিলুফার পরিবারের সদস্যরা জানায়, এটা আমরাও মেনে নিতে পারছিনা। এখান থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি।
ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, আমি ভালবেসে আমার স্ত্রীর কাছে সুপরি বিক্রি করে আমি এক লক্ষ আশি হাজার টাকা তার কাছে আলমারিতে রাখতে রাখি। অতঃপর ১১ সেপ্টেম্বর বাড়ি থেকে নগদ এক লক্ষ আশি হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গিয়েছে।