দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ‘‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’’ এই প্রতিপাদ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এতে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া পুজা সম্পন্নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিটি পূজামন্ডপে গঠন করা হয়েছে সহায়ক টিম।

স্থানীয়ভাবে গঠিত এই টিমে রয়েছেন বিএনপি’র ছয় শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। রবিবার বিকেল থেকে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। ষষ্টী পূজা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবকগণ কাজ করবেন।

অংশগ্রহণকারীরা জানান, হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব ধর্মের উৎসবে পাশে থেকে সহায়তা করাই হচ্ছে বিএনপি’র মূল উদ্দেশ্য। সেই দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত। উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর পূজার পরিবেশ আরও উৎসবমুখর ও শান্তিপূর্ণ হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় এ বছর ৬২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে মোট ৬১০ জন নেতাকর্মীর সমন্বয়ে গঠন করা হয়েছে পূজা উদযাপন সহায়ক টিম। প্রতিটি পূজামন্ডপের দায়িত্বে রয়েছেন আট থেকে ১০ জন সদস্য।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাজনৈতিক দলের এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। এক পূজামন্ডপের সভাপতি জানান, এ উদ্যোগ শুধু এই দুর্গাপূজায় নয়, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি রক্ষায় উদাহরণ হয়ে থাকবে।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। মানুষ যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে সার দেশেই কাজ করছি। প্রতিটি মানুষ আনন্দে উৎসব পালন করুক, এ লক্ষ্যেই এই টিম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে সারাদেশের সনাতনধর্ম্মালম্বী ভাই-বোনেরা নির্বিঘেœ দুর্গাপুজা উদযাপন করতে পারেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version