দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশাসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে রোববার (২৮ সেপ্টেম্বর) এক পদযাত্রার আয়োজন করা হয়। কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ হয়। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন নাগরিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ-রাজনৈতিক দলের কর্মী, শিক্ষক-ছাত্র, ব্যবসায়ী, আইনজীবী ও সমাজকর্মীরা।

পদযাত্রার শুরু থেকেই অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে সড়কে আওয়াজ তোলেন। তাদের হাতে দেখা যায় প্লেকার্ড, যাতে লেখা ছিল: অবৈধ যানবাহন চাই না, ব্যাটারিচালিত রিকশায় নৈরাজ্য- থামাতে হবে এখনই, নগরজীবনে শৃঙ্খলা ফিরাও। পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নগরীর সড়কে যত্রতত্র অবৈধ যানবাহনের চলাচলে যানজট, দুর্ঘটনা এবং জনভোগান্তি বেড়েই চলেছে।

সম্প্রতি পুলিশের অভিযানে কিছুটা শৃঙ্খলা ফিরেছে, যা প্রশংসনীয়। তারা আরও বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোর কারণে হাসপাতালগুলোর জরুরি বিভাগে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার রোগী ভর্তি হচ্ছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে এই ধারা বজায় রাখা জরুরি। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সমাপনী বক্তব্যে জানান, নগরীর পরিবেশ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এই আন্দোলন চলমান থাকবে। দুর্গাপূজা পরবর্তী সময়ে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version