দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার আটপাড়ায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সকালে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলার পূজামণ্ডপগুলোতে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভক্তিভরে পূজার্চনা করছেন।

প্রতিটি মণ্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সোনাজুর বাজার সংলগ্ন পরমেশ্বরী বন্দনা সংঘের সভাপতি মানিক কর্মকার বলেন, “ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।

সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।” সোনাজুর কালী বাড়ির গোপালাশ্রম ঠাকুর আশ্রমের দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল পাল বলেন, “আজ মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন।” শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আটপাড়ার প্রতিটি মণ্ডপ এখন ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version