ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলবাড়ীয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. আবু নাঈম বাবুলের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আখতারুল আলম ফারুক ও প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাউল কবির দিপু।
উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান আইএস ও পৌর শাখার সভাপতি রাশেদুল হক খানের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহসিন মিয়া, ময়মনসিংহ দক্ষিন জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার ওয়াহিদুল হাসান (ওয়াহিদ), কেন্দ্রীয়ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ জিয়া স্মৃতি সংসদের ভূমিকার কথা তুলে ধরেন।
তারা সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পরিচিতি সভায় ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।