নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমদাদুল হক তালুকদার। সঞ্চালনায় ছিলেন প্রশাসক আলামিন সরকার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনু, জামায়াতে ইসলামের কেন্দুয়া উপজেলা আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, কেন্দুয়া মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
এ সময় আরও বক্তব্য রাখেন মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মন্জুরা আক্তার লিলিসহ অন্যান্যরা।
সভায় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, মৎস্য কর্মকর্তা খাদিজা আক্তার, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হাই সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদক এবং সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। সবাই এই দেশের ভাই ভাই, তাই প্রয়োজন হলে ঐক্যবদ্ধভাবে পাহারায় অংশগ্রহণ করার আহবান জানান তারা।