মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলার বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বেপারীর নিজ অর্থায়নে প্রায় ৮ শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কালকিনি উপজেলার নয়াকান্দি এলাকায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা লোকমান হোসেন বেপারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আনোয়ার বেপারী, উপদেষ্টা গোলাম কিবরিয়া, আনিচ বেপারী, জাহাঙ্গীর বেপারী। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিকারমঙ্গল মানবকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ বুলু বেপারী প্রতি বছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকেন।
তারেই ধারাবাহিকতায় এবারো বিতরণ করা হচ্ছে। তার জন্য এবং আমাদের সংগঠনের সকলের জন্য সবাই দোয়া করবেন। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সহ-সভাপতি আবু নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরদার, দপ্তর সম্পাদক রিয়াজ বেপারী, কার্যকরী সদস্য সিফাত হাসান, মেহেদী হাসান, আশিষ হাওলাদার, প্রশান্ত হাওলাদার, রচিন ভূঁইয়া, সাইমুন বেপারি, সাকিব বেপারী, নয়ন হাওলাদার, পারভেজ বেপারী, শাওন সরদার, সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্যরা।