জবি প্রতিনিধি:
সম্রাট বাহাদুর শাহ পার্ক ও পাশ্ববর্তী এলাকার ফুটপাতে অবৈধ দোকান ও অপরিকল্পিত বাসস্ট্যান্ড নিরসনের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। অভিযানের সময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন কয়েকটি শিক্ষার্থীদের দোকানও উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহায়তা করেন। সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহায়তায় বুলডোজার দিয়ে সম্রাট বাহাদুর শাহ পার্কের আশেপাশে সহ বিশ্ববিদ্যালয়ের এড়িয়ার ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অপরিকল্পিত বাসস্ট্যান্ডে ও অবৈধ দোকান উচ্ছেদের অংশ হিসেবে এটি করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের দোকান উচ্ছেদ কয়েকজন শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এবং বাঁধা প্রদান করেন। তারা অভিযোগ করেন, হঠাৎ করে দোকান ভাঙচুর করায় তারা বিপাকে পড়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, আগেই এ উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। তারা অবৈধ ভাবে দোকান স্থাপন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমরা আশেপাশের অবৈধ দোকান সরানোর পদক্ষেপ নিয়েছি। এর প্রেক্ষিতে আমরা দোকানগুলো ভেঙ্গেছি।এতে শিক্ষার্থীরা বাধাঁ দিয়েছে তা অবশ্যই অপরাধ করেছে।’