দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করল ভারত। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। অভিষেক ৩৯ বলে ৭৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। গ্রুপ পর্বে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রান তুলে পাকিস্তান। জুটিতে ৩ চারে ৯ বলে ১৫ রান করে ভারতের পেসার হার্ডিক পান্ডিয়ার শিকার হন ওপেনার ফখর জামান।

জামান ফেরার পর ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে রানের চাকা সচল রাখেন ফারহান ও সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে সাইমের সাথে ৪৯ বলে ৭২ রান যোগ করার পথে টি-টোয়েন্টিতে চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান।

১১তম ওভারে প্রথম বোলিং করতে এসে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শিবম দুবে। ১৭ বলে ২১ রান করা সাইমকে ফেরান দুবে।

দলীয় ৯৩ রানে সাইম আউট হবার পর পাকিস্তানের রান ১শ পার করেন ফারহান ও হুসেন তালাত। তবে ৫ রানের ব্যবধানে সাজঘরে ফিরেন দু’জনই। ১০ রান করা তালাতকে বিদায় দেন স্পিনার কুলদীপ যাদব। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করে দুবের দ্বিতীয় শিকার হন ফারহান। ১৫তম ওভারে ১১৫ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।

পঞ্চম উইকেটে ২৬ বলে ৩৪ রানের জুটিতে পাকিস্তানকে লড়াকু সংগ্রহের পথ দেখান অধিনায়ক আঘা সালমান ও মোহাম্মদ নাওয়াজ। ১৯তম ওভারের তৃতীয় বলে ২১ রানে রান আউট হন নাওয়াজ।
এরপর ইনিংসের শেষ ৯ বলে ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রানের সংগ্রহ এনে দেন সালমান ও ফাহিম আশরাফ।

১টি চার ও ২টি ছক্কায় ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ফাহিম। ১৩ বলে অনবদ্য ১৭ রান করেন সালমান।

ভারতের দুবে ২টি, পান্ডিয়া-কুলদীপ ১টি করে উইকেট নেন।

১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের দুই ওপেনার অভিষেক ও শুভমান গিল। পাওয়ার প্লেতে ৬৯ রান যোগ করেন তারা। এসময় সমান ১৮ বল করে খেলে অভিষেক ৩৩ ও গিল ৩৫ রান করেন।

অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৪ বল খেলা অভিষেক। নবম ওভারে ভারতের রান ১শতে পৌঁছায়। দশম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। পাকিস্তান পেসার ফাহিম আশরাফের বলে বোল্ড হন গিল। ৮টি চারে ২৮ বলে ৪৭ রান করেন তিনি।

গিলের বিদায়ে ক্রিজে এসে ৩ বলের বেশি টিকতে পারেননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। খালি হাতে সাজঘরে ফিরেন তিনি।

ভারতের রানের চাকা সচল রেখে ব্যক্তিগত ৭৪ রানে পাকিস্তান স্পিনার আববার আহমেদের শিকার হন অভিষেক। ৩৯ বল খেলে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি।

এরপর সঞ্জু স্যামসন ১৩ রানে আউট হলে, পঞ্চম উইকেটে ১৩ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেন তিলক ভার্মা ও পান্ডিয়া। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। আগেরটি ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ১৬০ রানের টার্গেট স্পর্শ করেছিল টিম ইন্ডিয়া।

২টি করে চার-ছক্কায় ভার্মা ১৯ বলে ৩০ এবং পান্ডিয়া ৭ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের রউফ ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ১৭১/৫, ২০ ওভার (ফারহান ৫৮, সাইম ২১, দুবে ২/৩৩)।

ভারত : ১৭৪/৪, ১৮.৫ ওভার (অভিষেক ৭৪, গিল ৪৭, রউফ ২/২৬)।

ফল : ভারত ৬ উইকেটে জয়ী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version