ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন ডা. কামাল আহমেদ। কিন্তু স্থানীয়দের তীব্র ক্ষোভ ও গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশের পর তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেননি। আদেশ অনুযায়ী তাঁর ১৪ সেপ্টেম্বর যোগদানের কথা থাকলেও তিনি দায়িত্ব গ্রহণে ব্যর্থ হন। তবে দায়িত্ব না পেয়েও তিনি নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন।
হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি তিনি স্বাস্থ্য কর্মকর্তা কক্ষে বসে চিকিৎসক ও কর্মচারীদের নানা নির্দেশনা দিচ্ছেন। ফলে অঘোষিতভাবেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ডা. কামাল যেহেতু নিজ এলাকায় একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক বা শেয়ারহোল্ডার, তাই সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে তিনি ব্যক্তিগত স্বার্থকেই প্রাধান্য দেবেন।
এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না নিয়েও হাসপাতালের ভেতরে প্রভাব বিস্তার শুরু করেছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “সরকারিভাবে দায়িত্ব না নিয়েও তিনি কর্মচারীদের নির্দেশ দিচ্ছেন। এটা কীভাবে সম্ভব? এতে বোঝা যায় তিনি আসলেই সরকারি দায়িত্ব নয়, প্রভাব বিস্তার করতেই এখানে এসেছেন।” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ডা. কামাল প্রতিদিন এসে কর্মকর্তার চেম্বারে বসেন এবং নানা নির্দেশনা দেন। অভিযোগের বিষয়ে ডা. কামাল আহমেদ বলেন, “আমি যোগদান করেছি। কিন্তু দায়িত্ব এখনও বুঝে পাই নি।’