যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, তারা মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ এই দেশদ্রোহীদের পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেবে এবং নির্বাচন হবে। দেশদ্রোহীদের পিআর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। যারা আজ পিআর দাবি করছে, তারা গত ১৭ বছর মাঠে সক্রিয় ছিল না।
বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকোরী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জের সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান।
তিনি আরও অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে চায়। তবে বিএনপি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের হাইকম্যান্ড যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে কাজ করব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করব। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।