দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামে জনকল্যাণ সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- আজাদ মিয়া (৪০), আব্দুর রহমান (৩০), কামাল হোসেন (২৯), আবু সায়েম ভূঁইয়া (৪৫), তাসবির (২২), লাদেন ভূঁইয়া (২৩) ও সাকিব আকন্দ (২২)। এর মধ্যে গুরুতর আহত কামাল হোসেন ও আবু সায়েম ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১১টার দিকে জেলা সমাজসেবা অফিসের একটি প্রতিনিধি দল চিথোলিয়া জনকল্যাণ সমিতির উদ্যোগে নির্মাণাধীন একটি রাস্তার কাজ পরিদর্শনে যান। তদন্ত কার্যক্রম চলাকালে সমিতির প্রাক্তন সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক হিরনের উপর স্থানীয় আজাদের নেতৃত্বাধীন একটি পক্ষ হামলা চালায়। এরই জেরে পরবর্তীতে আতাউর-হিরন এর অনুসারীর আজাদের বাড়িঘরে পাল্টা হামলা চালায়।

চিথোলিয়া জনকল্যাণ সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক হিরন অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট থেকে আজাদ গং আমাদের কাজে নানা ধরনের বাধা সৃষ্টি করে আসছে। আজ শান্তিপূর্ণ তদন্ত কার্যক্রম চলাকালে পূর্বপরিকল্পিতভাবে তারা আমাদের উপর হামলা চালিয়েছে।

অন্যদিকে আজাদের চাচি রুমা আক্তার দাবি করেন, আতাউর ও হিরনের পক্ষের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে। এতে আজাদসহ অন্তত আরও চারজন গুরুতর আহত হয়েছে।

এছাড়া স্থানীয় দোকানদার সালমা অভিযোগ করেন, সংঘর্ষ চলাকালে আজাদের পক্ষের লোকজন তার দোকান ভাঙচুর ও লুটপাট করেছে।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো কোন পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version