দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঁচ অনুষদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২০ সেপ্টেম্বর)) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ধর্মীয়গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও নবীনদের ফুল ও ব্যতিক্রম সাহিত্য সংসদের গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্য সম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এসময় গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৭ম স্থান অধিকারকারী মাহমুদ মোস্তাক ফরহাদ ও ‘বি’ ইউনিটে ৩য় স্থান অধিকারকারী হাসনাত মাওলা চৌধুরীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় রেজিস্ট্রার ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অধ্যাপক ড. রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক- কর্মকর্তা ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃত্ববৃন্দসহ সহস্রাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের যৌথসঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা এ বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। তোমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছো। তোমাদের লক্ষ্য অর্জনে নির্ভীক চিত্তে নৈতিকতার সাথে এগিয়ে যাবে দীর্ঘ এ পথচলায় ক্লান্ত হলেও তোমরা থামবে না।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকটসহ নানা সমস্যা রয়েছে। যেখানে ১,০৮০ জন শিক্ষক থাকার কথা, সেখানে মাত্র ৪০৬ জন শিক্ষক দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় চলছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণা ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নিয়েছে। আমি ইউজিসি চেয়ারম্যানকে অনুরোধ করব, তিনি যেন এসব বিষয়ে নজর দেন, যাতে আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পায় এবং আমরা এশিয়া ও বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনে কোনো বিলম্ব না হয় তার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই (“There is not an alternative to hard work”)। যারা কঠোর পরিশ্রম করতে জানে না, তারা সফলতাকে ছুঁতে পারে না। তোমার ঘর হবে শ্রেণিকক্ষ, তোমার ভালোবাসার মানুষ হবে শিক্ষক, তোমার সবচেয়ে বড় সম্মানিত মানুষ হবে তোমার শিক্ষক এবং তোমার সবচেয়ে নিরাপদ ও জ্ঞানের চর্চার জায়গা হবে তোমার লাইব্রেরি। তোমার সময় কাটবে এই তিনটি অঙ্গনে। এর বাইরে সময় কাটালে তুমি ব্যর্থ হবে। আমি যতদিন ভাইস চ্যান্সেলর হিসেবে আছি, আমার সকল কাজ, আমার সকল পরিশ্রম তোমাদের উদ্দেশ্যে নিবেদিত হবে। এর মাধ্যমে আমরা উন্নত বাংলাদেশ গড়বো।”

নবীনদের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আমার আশা জাগে। তোমরা এমন কিছু অর্জন করেছ যা আমরা বা আমাদের বন্ধুরা, আমাদের সহকর্মীরা পারেনি। তোমরা তোমাদের নিজেদের তৈরি করেছ, তাই বলছি, হারিয়ে যেও না (“Don’t be lost”)। সুন্দরভাবে দেশের দিকে তাকাও, সুন্দর দেশ উপহার দাও, তোমাদের মেধা নিয়ে এগিয়ে যাও।

আমি যখন ছাত্র ছিলাম, তোমাদের বয়সী ছিলাম, তখন কিন্তু তোমাদের মতো এত সুযোগ বা প্রস্তুতি আমাদের ছিল না। তোমাদের চোখের সামনে বিশ্ব প্রতিদিন নতুন করে তৈরি হচ্ছে, তোমাদের আগুনের দাতার নিচেই এই বিশ্ব নতুন করে রূপ নিচ্ছে। এইজন্য তোমাদের দায়িত্ব অনেক বেশি।”

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “যখন আপনারা শিক্ষাদান করবেন, তখন আপনাদের মনে রাখতে হবে, আপনার সামনে যে ছাত্রটি বসে আছে, আপনিও একদিন তাদের মতোই এই বেঞ্চে বসে ছিলেন। আপনাদের যতটুকুই ক্ষমতা থাক, আপনারা সাধ্যমতো দেবার চেষ্টা করবেন।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version