দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বনের ভেতরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মাধখলা পূর্বপাড়া এলাকায় মৃত হাজী শামসুল হকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে কয়েকজন বন থেকে খড়ি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান।

পরে তারা পুকুরের মালিক মৃত হাজী শামসুল হকের ছেলে আরিফ হোসেনকে বিষয়টি জানায়। আরিফ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আরিফ হোসেন জানান, সকালে স্থানীয়রা পুকুরে একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে অবগত করি। পুকুরটি আমার বাবার মৃত্যুর পর কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, মাছ চাষও করা হয় না। তাই আমরা নিয়মিত সেখানে যাই না।

কবে বা কখন লাশটি সেখানে ফেলা হয়েছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।” শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version