গোবিপ্রবি প্রতিনিধি:
ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পার্থ প্রতিম কুণ্ডু।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধার দিকে তিনি পুলিশ লাইন স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার হাতে ৪০টি সেলাই করা হয়েছে এবং তিনি হলে অবস্থান করছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি সহ কয়েকজন পুলিশ লাইনের পরে হরিদাশপুর রেল ব্রিজের ওদিকে ঘুরতে গিয়েছিলাম। ওখানে ছবি তুলছিলাম। পরে ওখানকার স্থানীয় নেশাখোর পোলাপান আমার ওপর হামলা করে। সাথে থাকা ক্যামেরা, মোবাইল ফোন নিতে না পেরে এন্টিকাটার দিয়ে দুই হাতে আঘাত করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন, “আমি নিজে খবর পেয়ে হাসপাতালে যাই। গিয়ে জানতে পারি পার্থ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তখন আমি পুলিশের ওসি তদন্ত ও একজন এসআইকে (যেহেতু নিয়মিত ওসি ট্রেনিংয়ের জন্য মাদারীপুরে আছেন) সাথে নিয়ে হলে পার্থের সাথে দেখা করি। পুলিশ পার্থের জবানবন্দি নিয়েছে এবং ঘটনার বিস্তারিত জেনেছে। ওনারা রাতেই কাজ শুরু করেছে।”