দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ডিএনসিসির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে এবং কয়েক গ্রাম হেরোইন সহ এক পূরুষ কারবারিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি অভিযানিক দল হাকিমপুর (হিলি) উপজেলাধীন ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় পাকা রাস্তার ধারে ওত পেতে থাকে।
ওত পেতে থাকা অবস্থায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক উক্ত রাস্তা দিয়ে আসে, সেই ইজিবাইকটি গতিবিধি লক্ষণ করে ইজিবাইকটি গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকে যাত্রী সেজে একজন নারী ও পূরুষকে চ্যালেন্জ করে তাদেরকে আটক করা হয়। এসময়, মহিলার ডান হাতে একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি চালালে ভ্যানিটি ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর জনকে তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
আটককৃত নারী কারবারি দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নওদাপাড়া এলাকার মোঃ মুক্তারুল এর স্ত্রী মোছাঃ মেহেরুন (৪৮) এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ রায়ভাগ এলাকার মৃত কোরবান আলীর পুত্র মোঃ আজাদ (৪০)। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় ২টি মামলা দায়ের করা হয় এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় সুত্র।